প্রকাশিত: Thu, Dec 21, 2023 11:03 PM
আপডেট: Tue, Apr 29, 2025 12:26 AM

[১]বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন গুরুতর অসুস্থ, হার্টে বাইপাস সার্জারি হবে

এল আর বাদল: [২] বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও দেশের ফুটবলের কিংবদন্তী কাজী সালাউদ্দিন হার্টের সমস্যার জন্য নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার হার্টে বাইপাস সার্জারির প্রয়োজন। 

[৩] গত সোমবার থেকে সালাউদ্দিন হাসপাতালে নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছেন। এনজিওগ্রামে তার হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকরা পর্যালোচনা করে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। সার্জারির ব্যাপারে পরিবার সম্মতি দিলে বাফুফে সভাপতির পরবর্তী চিকিৎসা পদ্ধতি ও প্রক্রিয়া শুরু হবে। ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। 

[৪] হৃদযন্ত্রের এই সার্জারী খুবই সংবেদনশীল ও ঝুঁকিপুর্ণ। সালাউদ্দিনের শারীরিক অবস্থা বিদেশে গিয়ে এই সার্জারী করানোর অনুকূলে নেই। তাই দেশেই এই সার্জারী সম্পন্ন হবে। সালাউদ্দিন চিকিৎসকদের ওপর আস্থাশীল এবং আত্মবিশ্বাসী সার্জারীর পর তিনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবেন। 

[৫] সালাউদ্দিনের বর্তমান পরিচয় বাফুফে সভাপতি হলেও তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রথম সুপারস্টার। তার অসুস্থতার খবরে ক্রীড়াঙ্গন ছাড়াও দেশের নানা মহলে উৎকন্ঠা। সালাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাক্সক্ষীর কাছে দোয়া চাওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকেই ফেডারেশন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় আপডেট দেওয়া হবে তাই শুভাকাক্সক্ষীদের ধৈর্য্য ধরার আহ্বান জানানো হয়েছে। 

[৬] ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলকের দিনেও সালাউদ্দিনকে সুস্থ স্বাভাবিক দেখা গেছে। এর একদিন পরেই তিনি হাসপাতালে ভর্তি হন। এক দশক আগে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অনেকদিন পর আবার সেই হৃদযন্ত্রে সমস্যা অনুভূত হওয়ায় হাসপাতালে ভর্তি হলেন।

[৭] ১৯৫৪ সালের ২৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই কিংবদন্তির বয়স এখন প্রায় ৭০ বছর। এই বয়সেও বাফুফে, সাফ সামলানোর পাশাপাশি ব্যবসায়িক ও পারিবারিক অনেক বিষয়ে তার যথেষ্ট ব্যস্ততা। সম্পাদনা:সমর চক্রবর্তী